বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭, ১২:২৬:০৭

বৃটিশ সংসদ ভবনের বাইরে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বৃটিশ সংসদ ভবনের বাইরে সন্ত্রাসী হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : বৃটিশ সংসদ ভবনের বাইরে সন্ত্রাসী হামলা হয়েছে বলে জানা গেছে। এতে কমপক্ষে চার জন নিহত হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। এ ঘটনাকে পুলিশ ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছে। পুলিশকে ছুরিকাঘাত করা এক হামলাকারী নিহত হয়েছে। নিহত হয়েছে এক নারীও। এ সময় সংসদ অধিবেশন চলছিল। ভিতরে অবস্থান করছিলেন সাংসদরা ও প্রধানমন্ত্রী তেরেসা মে।

তবে প্রধানমন্ত্রী নিরাপদে আছেন। সংসদ ভবনে বাইরে থেকে যখন গোলাগুলির শব্দ হচ্ছিল তখন তাকে একটি জাগুয়ার গাড়িতে করে দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় এমপিদেরকে ভিতরে অবস্থান করতে বলা হয়েছে।  দৃশ্যত চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে বৃটিশ পার্লামেন্টকে। আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার। বৃটেনজুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। স্থগিত করা হয়েছে সংসদে অধিবেশন। ওয়েস্টমিনস্টারে পাতাল স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। বাসের রুট পরিবর্তন করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বাকিংহাম রাজপ্রাসাদের গেট।

স্কটিশ পার্লামেন্টে স্বাধীনতা নিয়ে গণভোটের ওপর বিতর্ক স্থগিত করা হয়েছে। সেখানেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ এ হামলার কথা স্বীকার করেনি। ঘটনার আকস্মিকতায় যুক্তরাজ্যকে সাহায্য দিতে প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।  এ খবর দিয়েছে অনলাইন বিবিসি, স্কাই নিউজ, দ্য ইন্ডিপেন্ডেন্ট।

ইন্ডিপেন্ডেন্ট তার খবরে বলেছে, নিহত হয়েছেন দু’জন। মারাত্মক আহত হয়েছেছন অন্য কয়েকজন। পার্লামেন্টের বাইরে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। ওয়েস্টমিনস্টার ব্রিজে জনতার ভিড়ে গাড়ি উঠিয়ে দেয় হামলাকারীরা। এতে ওই দু’জন নিহত হয়েছে বলে বলা হচ্ছে। তবে হতাহতের নিশ্চিত কোনো পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না তাৎক্ষণিকভাবে। ওদিকে যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসার নিশ্চিত করেছেন যে, এ ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ঘটনাস্থল থেকে মাত্র ৩০ গজ দূরে ছিলেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে।
২৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে