মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০৪:৩৬:৪৮

কানাডার নির্বাচনে ক্ষমতায় লিবারেল পার্টি

কানাডার নির্বাচনে ক্ষমতায় লিবারেল পার্টি

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ২৪তম জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিজয়ী হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিয়ারে ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি। ফলে দেশটিতে গত নয় বছর ধরে চলা কনজারভেটিভ পার্টির শাসনের অবসান হলো। দেশটির নতুন প্রধানমন্ত্রী হলেন বিজয়ী দলের নেতা জাস্টিন ট্রুডেউর। সোমবার অনুষ্ঠিত ওই নির্বাচনে হাউস অব কমন্সের ৩৩৮টি আসনের মধ্যে লিবারেল পার্টি ১৮৫টি, কনজারভেটিভ পার্টি ১০২টি, নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ৪১টি এবং বি কিউ ১০টি আসন পেয়েছে। কানাডার নির্বাচনে সরকার গঠন করতে হলে ১৭০টি আসনে জয়ী হতে হয়। অনুষ্ঠিত ওই নির্বাচনে হাউস অব কমন্সের ৩৩৮টি আসনের মধ্যে লিবারেল পার্টি ১৮৯তে এগিয়ে রয়েছে জাস্টিন ট্রুডেউরের (৪৩) দল লিবারেল। তিনি কানাডার একসময়ের জনপ্রিয় প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডেউরের পুত্র। নির্বাচনে প্রধানমন্ত্রী স্টেফেন হারপারের কনজারভেটিভ পার্টি এগিয়ে রয়েছে মাত্র ১০২টি আসনে। ইতিমধ্যে নিজ দলের পরাজয় স্বীকর করে নিয়েছেন স্টেফেন হারপার। তিনি নির্বাচনে জয়লাভ করায় জাস্টিন ট্রুডেউরকে শুভেচ্ছাও জানিয়েছেন। একই সঙ্গে তিনি দলের প্রধানের পদ থেকে ইস্তফা দেয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, তার দল এ নির্বাচনের ফলাফল কোনো সংকোচ ছাড়াই মেনে নিয়েছে। ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে