আন্তর্জাতিক ডেস্ক : ছয়তলা থেকে লিফট ছিঁড়ে পড়ে গুরুতর আহত সাবেক তৃণমূল বিধায়ক ও পশ্চিমবঙ্গের মন্ত্রী মদন মিত্র ৷ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে কলকাতার শ্যামবাজারে মেট্রো স্টেশনের দফতরে৷ গুরুতর জখম মদন মিত্রকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
চিকিৎসকেরা জানিয়েছেন, তৃণমূল নেতা মদন মিত্রের ঘাড়ে ও মাথায় চোট লেগেছে ৷ এত উঁচু থেকে লিফট ছিঁড়ে পড়ায় জখম গুরুতর ৷ মদন মিত্রের কোমরও ভালই জখম হয়েছে বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে।
মেট্রো রেলের কর্মী ইউনিয়নের নির্বাচন রয়েছে আগামী কাল। তার প্রচারেই আজ শ্যামবাজারে মেট্রো রেলের দফতরে গিয়েছিলেন মদন মিত্র।
২৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস