আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাস আর বিক্ষোভে জর্জরিত কাশ্মীরে আবারও শুরু ব্যাপক গুলির লড়াই। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের বলে জানা গেছে। আরো মুত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছেন ৪ সেনাসহ ১২ জন। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে কাশ্মিরের বাদগাঁও জেলার চাডোরা এলাকায় অভিযান চালায় ভারতের সেনাবাহিনী।
ঘিরে ফেলা হয় জঙ্গিদের ডেরা। সেনার উপস্থিতি জানতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় প্রচণ্ড লড়াই। পুলিশ সূত্রে খবর, সেনা-জঙ্গি সংঘর্ষ চলাকালীন জঙ্গিদের বাঁচানোর জন্য একদল লোক সেনাদের উপর পাথর ছুড়তে শুরু করে। ভিড়কে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও পেলেট গান ব্যবহার করে সেনা। ওই সময়ই গুলি লেগে মৃত্যু হয় এক ব্যক্তির।
গতবছর, জঙ্গিসংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই কাশ্মীরে সেনা ও পুলিশকর্মীদের উপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও জঙ্গিদমন অভিযানে বাধা দিচ্ছে জনতা। সংঘর্ষ স্থলে জওয়ানদের উপর পাথর ছোড়া অভিযানে বাধা দিচ্ছে একাংশ লোক।
তবে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার আসার পর উপত্যকায় কড়া হাতে জঙ্গিদমনে নেমেছে ভারতীয় সেনা। ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত ইতিমধ্যে জানিয়েছেন, যারা জঙ্গিদের মদত দেবে তাদেরও জঙ্গি হিসেবেই গণ্য করবে সেনা। প্রসঙ্গত, গত রোববার পুলওয়ামায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয় পাক মদতপুষ্ট হিজবুল মুজাহিদিনের দুই জঙ্গি।
২৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস