মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০৫:৫৯:৫৭

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৪৫

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে লাটাকিয়া প্রদেশে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রুশ বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। লন্ডন ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা মঙ্গলবার এ কথা জানিয়েছে। সোমবার সকালে লাতাকিয়া প্রদেশের জাবাল আল আকরাদ এলাকায় বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট জানিয়েছে, নিহতদের মধ্যে বিদ্রোহী যোদ্ধা এবং সাধারণ মানুষও রয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রদেশটির জাবাল আকরাদ এলাকায় রাশিয়ার বিমান হামলায় ওই ৪৫ জন নিহত হয়। বিমান হামলায় হতাহতদের মধ্যে পশ্চিমা বিশ্ব সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি বিদ্রোহীদের একজন নেতা ও বিদ্রোহীদের পরিবারের সদস্যরা রয়েছে। মানবাধিকার সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিদ্রোহী গোষ্ঠীর এক কমান্ডারও রয়েছেন। নিহত ওই কমান্ডারের নাম বাসিল জামো। তিনি ‘ফ্রি সিরিয়ান আর্মি’ নামে ওই বিদ্রোহী গোষ্ঠীর নেতা ছিলেন। রুশ বিমান হামলায় বাসিল জামোর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দলটি। এদিকে নূর আল দিন আল-জিনকি নামে আরেকটি বিদ্রোহী গোষ্ঠীর নেতা সোমবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আলেপ্পো শহরে এক বিমান হামলায় নিহত হয়েছে। আপরদিকে স্থানীয় সূত্রগুলো বলছে, রাশিয়ার বিমান হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকেই। তবে সোমবারের হামলার ব্যাপারে রাশিয়া বলছে, তারা ইসলামিক স্টেট জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। সোমবার এ হামলার ঘোষণা আগেই দিয়েছিল রাশিয়া। তবে ওই ঘোষণায় জানানো হয়েছিল যে কট্টর ইসলামপন্থী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে এই হামলা চালানো হবে। কিন্তু সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল-আসাদ সমর্থক অধ্যুষিত দেশটির ওই উপকূলীয় অঞ্চলে জিহাদী জঙ্গিদের অবস্থান প্রায় একেবারেই নেই বলে দাবি মানবাধিকার সংস্থাগুলোর। ২০১২ সালে ইসলামিক বিদ্রোহী গোষ্ঠীগুলো লাতাকিয়া প্রদেশের জাবাল আল আকরাদ এলাকার নিয়ন্ত্রণ নেয়। সিরিয়ায় গত ৩০ সেপ্টেম্বর থেকে রুশ বিমান হামলা শুরুর পর থেকে আকরাদে বেশ কয়েকবার হামলা চালিয়েছে মস্কো। ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে