বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭, ০২:১৫:৫৮

‘আমি ফকির ছিলাম, মানুষ আমাকে পুরো রাজ্যটাই দিয়েছে’

‘আমি ফকির ছিলাম, মানুষ আমাকে পুরো রাজ্যটাই দিয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক:  চলতি মাসের ১৯ তারিখে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেছেন যোগী আদিত্যনাথ। শপথ গ্রহণের মাত্র একদিন আগে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী হওয়ার খবরটি দেন বিজেপির প্রধান অমিত শাহ। খবর এনডিটিভির।

আদিত্যনাথ বলেন, ‘অমিত শাহ আমাকে বলেন আগামিকাল শপথ গ্রহণ অনুষ্ঠান। কিন্তু আমার তো মাত্র দুটি পোশাক। আমি যদি না করে দিতাম, তাহলে এর অর্থ দাঁড়াতো আমি হয়তো পালাতে চাইছি। তারপর আমি লক্ষ্ণৌতে বিজেপির আইনসভার বৈঠকে অংশগ্রহণ করি।’

লক্ষ্ণৌতে তিন দিনব্যাপী উত্তর প্রদেশ ইয়োগা মহৎ সভার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল জনতার উদ্দেশে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন আদিত্যনাথ।

পাঁচবারের সংসদ সদস্য এবং গোরখনাথ আশ্রমের প্রধান পুরোহিত আদিত্যনাথ বলেন, ‘আমি ফকির ছিলাম, মানুষ আমাকে পুরো রাজ্যটাই দিয়েছে।`

রাজ্যের জনগণের সুবিধার জন্য বড়ো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার সরকার কোনো দ্বিধা করবে না বলে জানান আদিত্যনাথ।

তিনি বলেন, ‘প্রয়োজনে রাজ্যের ২২ কোটি মানুষের সুবিধার জন্য বড়ো ধরনের সিদ্ধান্ত নিতে আমরা কোনোরকম দ্বিধা করব না।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তেরও প্রশংসা করেন তিনি।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে