মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০৭:৪১:৩৪

পরমাণু অস্ত্রে শান দিচ্ছে পাকিস্তান!

পরমাণু অস্ত্রে শান দিচ্ছে পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানের বারমের সেক্টর দিয়ে ঢুকছে ভারতীয় মিলিটারি ট্যাঙ্ক। কিছুক্ষণ আগেই আকাশের উপর দিয়ে মেপে গিয়েছে ভারতীয় বিমান বাহিনীর বোমারু বিমান, মাঝ রাতে সম্ভাবত এই সব স্বপ্ন দেখেই জেগে উঠছেন পাকিস্তানের একাধিক বড় বড় মাথার ব্যক্তিরা। সকালে উঠেই তাই নির্দেশ দিচ্ছেন এই অস্ত্র বানাও ওই অস্ত্র এখনও তৈরি হয়নি কেন? আর এই গোটা চিত্রের সত্যতা মঙ্গলবার নিজেই প্রকাশ করলেন পাকিস্তানের বিদেশ বিষয়ক সচিব আইজাজ চৌধুরী। আজ এক প্রতিবেদনে এই খবর দিয়েছে কলকাতা ২৪। খবরে বলাহয়, আইজাজ চৌধুরী বলেন, “ভারতের তরফে যেকোনও মুহূর্তে হামলা হতে পারে। তাই প্রস্তুত থাকতে আমরা নানান মানের পরমাণু অস্ত্র তৈরি রাখছি।” ভারতের তরফ থেকে হামলা শুরু হলেই পাকিস্তানও ওই অস্ত্রের মাধ্যমে ভারতীয় সেনাদেরকে স্বাগত জানাবে। সবমিলিয়ে যুদ্ধ পরিস্থিতি যে পাকিস্তান প্রশাসনের মনে এভাবে দানা বেঁধেছে তা এর আগে কোনও পাক প্রশাসনের ব্যক্তিত্ব স্বীকার করেনি। সেদিক থেকে আইজাজ চৌধুরীই প্রধান। এক পা বাড়িয়ে আইজাজ এদিন এও জানিয়েদিলেন আমেরিকার সঙ্গে কোনও পরমাণুচুক্তি করছে না পাকিস্তান। আগামী ২২ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করার কথা পাক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, পাকিস্তানের সঙ্গে আমেরিকার পরমাণু চুক্তি হলে বিশ্বের পরমাণু শক্তি রফতানিকারী দেশের তালিকায় স্থান পাবে পাকিস্তান। সেইসঙ্গে ভারত-পাকিস্তানের চলতি সম্পর্কের রসায়নে এই চুক্তি তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছিলেন অনেকে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ ও সদ্য প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা চালানোর হুমকি দিয়ে রেখেছিলেন। অপরদিক থেকে পালটা হুমকি দেয় ভারতও। ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে