বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭, ০২:৫৪:৪৩

বাগদাদের চেকপয়েন্টে গাড়ি বোমা হামলায় নিহত ১৫

বাগদাদের চেকপয়েন্টে গাড়ি বোমা হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক:  ইরাকের রাজধানী বাগদাদে পুলিশের একটি চেকপয়েন্টে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
 
রাজধানীর দক্ষিণাঞ্চলে পুলিশের ওই চেকপয়েন্টে এই হামলা চালানো হয়। হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটায়। এতে ৪০ জনের বেশি লোক আহত হয়েছে।
 
তবে এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। যদিও সাম্প্রতিক সময়ে আইএস জিহাদিরা ইরাকে এ ধরনের হামলা চালিয়ে আসছে।
 
আইএস এর কবল থেকে মসুল নগরী পুনরুদ্ধারে ইরাকি বাহিনীর বড় ধরনের অভিযানের মধ্যেই বুধবারের হামলাটি চালানো হল। ইরাকে এটাই আইএস’র সর্বশেষ অধিকৃত এলাকা।
 
এদিকে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলার সহায়তায় ইরাকি বাহিনী উত্তরাঞ্চলীয় এই নগরী ও এর আশপাশের এলাকার একটি বড় অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এএফপি।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে