মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০৮:০৭:২৪

বিমানে এক যাত্রীকে কামড়িয়ে হামলাকারী গোরস্তানে

বিমানে এক যাত্রীকে কামড়িয়ে হামলাকারী গোরস্তানে

আন্তর্জাতিক ডেস্ক : আইরিশ বিমানটি লিসবন থেকে ডাবলিন যাচ্ছিল। বিমানের এক সহযাত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে হামলা করার পর হামলাকারী নিজেই মারা গেছেন। স্থান হয় তার গোরস্তানে। ঘটনাটি ঘটেছে গত রোববার বলে জানায় পুলিশ। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বিমানটি পর্তুগালের লিসবন থেকে আয়ারল্যান্ডের ডাবলিন যাচ্ছিল। ঘটনার পর বিমানটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আইরিশ শহর কর্কে আসে। সেখানে ২৪ বছর বয়সী হামলাকারী ব্রাজিলীয় যুবককে মৃত ঘোষণা করা হয়। বিমানের অন্য যাত্রীদের ভাষ্য, ওই যুবক তার পাশে বসা এক যাত্রীকে কামড় দেন। এসময় বিমানের ক্রুরা তাকে আটকানোর চেষ্টা করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বিমানে থাকা চিকিৎসক ও সেবিকা ওই ব্যক্তির জ্ঞান ফেরাতে ব্যর্থ হন। বিমানের ক্যাপ্টেন জরুরি অবস্থা জারি করেন। এরপর বিমানটি অবতরণ করা হয়। তবে ওই যুবক কীভাবে মারা গেছেন তা স্পষ্ট নয়। ওই যুবকের সঙ্গে ভ্রমণ করা ৪৪ বছর বয়সী এক পর্তুগিজ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে। কামড়ের শিকার যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানের ১৬৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু পরে বাসে করে ডাবলিন যান। ২০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে