শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭, ০৮:৫৯:২৯

মুসলিম ধর্ম গ্রহণ করলে মামলা থেকে নিষ্কৃতি!

 মুসলিম ধর্ম গ্রহণ করলে মামলা থেকে নিষ্কৃতি!

আন্তর্জাতিক ডেস্ক: ধর্ম পরিবর্তন করুন তাহলেই সব অপরাধ মাফ করে দেওয়া হবে। পাকিস্তানের লাহোরে এজলাসে এমনই বিতর্কিত এক মন্তব্য করেছেন দেশটির সরকারি এক আইনজীবী। গণপিটুনিতে মৃত্যুর মামলায় অভিযুক্ত ৪২ জন খ্রিস্টানকে একথা বলেন তিনি।  

২০১৫ সালের মার্চে পাকিস্তানের খ্রিস্টান প্রভাবিত এলাকা ইউহানাবাদে রবিবার পর পর দুটি চার্চে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় জড়িত রয়েছে সন্দেহে দুই যুবককে গণপিটুনি দেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তারপরেই ৪২ জনের বিরুদ্ধে এই খুনের মামলা শুরু হয়।  

আদালতে মামলার শুনানি চলাকালীন সরকারি আইনজীবী সাইদ আনিস শাহ বলেন, ‘‌মুসলিম ধর্ম গ্রহণ করলে তাদের মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হবে। আর তা নাহলে তাদের শাস্তি অবধারিত। ’‌
সরকারি আইনজীবীর এই মন্তব্যের পরে পাল্টা হুঁশিয়ারি দিয়ে তাঁরা জানিয়ে দেন, ‌মরতে রাজি আছেন কিন্তু ধর্ম পরিবর্তন করবেন না।

ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। পাকিস্তানে সংখ্যালঘুদের অস্তিত্ব সঙ্কটে জানিয়ে অনেকেই পাক আইনজীবীর বিরুদ্ধে সরব হয়েছেন।-আজকাল
৩১ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে