শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭, ০৭:৩৪:৫৫

কাশ্মীর বা ইসলামের জন্য নয়, অন্য কারণে বিক্ষোভ দেখায় বিচ্ছিন্নতাবাদীরা!

কাশ্মীর বা ইসলামের জন্য নয়, অন্য কারণে বিক্ষোভ দেখায় বিচ্ছিন্নতাবাদীরা!

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর বা ইসলামের জন্য নয়। রুজিরুটির জন্য রীতিমতো মাসিক বেতন নিয়ে পুলিশ বা সেনাবাহিনীর উপর পাথর ছোঁড়ে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা। সম্প্রতি একটি ইংরাজি সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশ করা হয়েছে।

বিচ্ছিন্নতাবাদী যুব নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত ভূস্বর্গ। পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর বা পেট্রোল বোমা ছোঁড়ার ঘটনায় দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর। ঘটনার প্রকৃত তথ্য সামনে এসেছে বিচ্ছিন্নতাবাদীদের কথাতেই। সেনা জওয়ান, পুলিশ কিংবা সরকারি আধিকারিকদের পাথর ছোড়ার জন্য মাসিক বেতন দেওয়া হয়। কখনও জুতো বা জামাকাপড়ও দেওয়া হয়।

আক্রমণকারীদের মধ্যে রয়েছে শ্রেণিবিভাগও। পাথর ছোড়ার জন্য রয়েছে এক ধরনের রেট। পেট্রোল বোমা বানিয়ে তা ছোড়ার জন্য রয়েছে অন্য রেট। অভিজ্ঞাতর উপর ভিত্তি করে মাসিক বেতন।১২ বছরের কম বয়েসর একটি ছেলে এই কাজের জন্য চার হাজার টাকার বেশি বেতন পাবে না।

তবে কোথা থেকে আসে এই অর্থ? সে প্রশ্নের সঠিক উত্তর দেয়নি হামলাকারীরা। তবে এটুকু জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া মারফতই আসে এই নির্দেশ।সেই মোতাবেক শুরু হয় এই অপারেশন।
৩১ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে