আন্তর্জাতিক ডেস্ক: দালাই লামার আসন্ন অরুণাচল প্রদেশ সফর ঘিরে আবার ভারতকে হুঁশিয়ারি দিল চীন। এই নিয়ে গত এক মাসে দু'বার। ৪ থেকে ১৩ এপ্রিল অরুণাচল সফরে যাচ্ছেন বিতর্কিত তিব্বতী ধর্মগুরু। আর সেই অরুণাচলকেই দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি চীনের।
এর আগে গত ৩ মার্চ চীনা পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র গেং শুয়াং বলেছিলেন, ভারত দলাইকে অরুণাচলে যাওয়ার অনুমতি দিয়েছে, এ খবরে গভীর ভাবে উদ্বিগ্ন চীন। কিন্তু তারপরও তাদের আপত্তি উপেক্ষা করে দলাইকে সফরের অনুমতি বহাল রাখায় ভারতের ওপর খাপ্পা চীন। এদিন বেইজিং হুমকি দিয়েছে, এতে দ্বিপাক্ষিক সম্পর্কের ‘মারাত্মক ক্ষতি’ হবে। পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্রট দালাইয়ের সফর প্রসঙ্গ সাংবাদিক সম্মেলনে বলেন, খবরটায় আমরা খুব উদ্বিগ্ন। ভারত-চীন সীমান্তের পূর্ব দিক সম্পর্কে চিনের অবস্থান স্পষ্ট, অবিচল।
তিনি আরও বলেন, দালাই চক্র দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী কাজকর্মে জড়িত। এ ব্যাপারে তাদের কুখ্যাতির রেকর্ড আছে। ওদের আসল চরিত্র পরিষ্কার জানা থাকার কথা ভারতের। কিন্তু তা সত্ত্বেও ওখানে দালাইকে সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত। দ্বিপাক্ষিক সম্পর্কের খুব ক্ষতি হবে এতে। ভারত-চীন সম্পর্ক নষ্ট করবে এ ধরণের সফর। আমরা ভারতকে আগের দেওয়া রাজনৈতিক প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধ থাকতে বলেছি। বলেছি, তারা যেন ভারত-চীন সম্পর্কের ক্ষতি না করে। ভারতকেই ঠিক করতে হবে, কী করবে।
এদিন চীনা মুখপাত্রটি বলেন, দালাই লামার চক্রকে কোনও প্লাটফর্মই দেওয়া উচিত নয় ভারতের। একমাত্র তা হলেই ভারত-চীন সম্পর্ক উন্নতির পথে এগিয়ে যেতে পারে। চীন-ভারত দুটি বড় উন্নয়নশীল দেশ, নিকট প্রতিবেশী। দুটি দেশের বোঝাপড়া দ্রুত এগিয়ে যাওয়ার দায়িত্ব উভয়েরই। তবে এমন সম্পর্ক তৈরি হতে পারে কেবলমাত্র কিছু নির্দিষ্ট ভিতের ওপর।
৩১ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস