আন্তর্জাতিক ডেস্ক : সূর্য নমস্কারের সঙ্গে নামাজের মিল থাকার কথা বলায় ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করলেন দেশটির সমাজবাদী পার্টি সাধারণ সম্পাদক আজম খান।
আজম খানের প্রশ্ন, সূর্য নমস্কারের সঙ্গে নামাজের মিল খুঁজে পাওয়ার পর কি এবার নামাজ পড়বেন আদিত্যনাথ? তিনি এই ধরনের মন্তব্য করলে হাতে হাতকড়া পড়ত বলেও দাবি আজমের।
বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, মুসলিমরা যেভাবে নামাজ পড়েন তার সঙ্গে সূর্য নমস্কার, প্রাণায়মের আসনের মিল আছে। কিন্তু কিছু মানুষ ‘যোগ’-এর বদলে ‘ভোগ’-এর সঙ্গে যুক্ত থাকায় দুই সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করার দিকে নজর দেওয়া হয়নি।
আদিত্যনাথের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আজম খান বলেছেন, মুখ্যমন্ত্রীকে নামাজ পড়তে কেউ বাধা দেবে না। তার আরও দাবি, অন্য ধর্মাবলম্বীদের বিশ্বাসে যাতে আঘাত না লাগে, তার জন্য মুসলিমদের নিরামিষ খেতে বাধ্য করা হচ্ছে। সিংহ ঘাস খায় না। কিন্তু বেঁচে থাকার জন্য দরকার হলে সেটাই খেতে বাধ্য হয়।
৩১ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস