শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৪:৩১:০১

প্যারাগুয়ের সংসদ ভবনে বিক্ষোভকারীদের আগুন, নিহত ১

প্যারাগুয়ের সংসদ ভবনে বিক্ষোভকারীদের আগুন, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : প্যারাগুয়ের সংসদে পাশ হওয়া রাষ্ট্রপতির পুনর্নির্বাচন সংক্রান্ত একটি বিল পাশের বিরুদ্ধে আন্দোলনরত বিক্ষোভকারীরা দেশটির সংসদ ভবনে আগুন লাগিয়ে দিয়েছে। খবর বিবিসির।

শুক্রবারের বিক্ষোভ চলাকালীন সময়ে বিক্ষোভকারীরা সংসদ ভবনের পাশাপাশি দেশটির আইনসভা ভবনের জানলা ও লোহার গ্রিল ভেঙে ফেলেছে। বিক্ষোভকারীরা প্রথম সংসদ ভবনের জানালা ভেঙে ফেলে এরপর ভেতরে থাকা আসবাবপত্রে আগুন জ্বালিয়ে দেয়।

প্রায় ৩৫ বছরের সামরিক শাসনের পর ১৯৯২ সালে দেশটির সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত একটি নির্দিষ্ট প্রস্তাবনা পাশ করা হয়েছিল। সংবিধান মোতাবেক দেশটিতে পাঁচ বছরের বেশি কেউ রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারবে না। কিন্তু রাষ্ট্রপতি হোরাকটিও কার্তেস ক্ষমতায় বসেই সংবিধানের ওই আইনটি বাতিল করে দেন এবং পুনর্নির্বাচন পদ্ধতি বহাল করেন।

আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি জানিয়েছে যে, বিক্ষোভকারীরা সেই সকল ভবনগুলোতেই হামলা চালিয়েছিল যে ভবনগুলো থেকেই মূলত ওই বিলটি পাশ করা হয়। পুলিশ বিক্ষোভকারীদের সামলাতে রাবার বুলেট, জল কামান এবং সাজোয়া যানের ব্যবহার করেছে। এই ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে দেশটির বিশিষ্ট রাজনীতিক, পুলিশ কর্মকর্তা এবং বিক্ষোভকারীরা রয়েছে।
০১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে