শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০৮:৩৭:৫৭

ভারতীয় সেনাবাহিনীর বহরে হামলা

 ভারতীয় সেনাবাহিনীর বহরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে সেনাবাহিনীর বহর লক্ষ্য করে গুলি চালিয়েছে বিচ্ছিন্নবাদীরা। এতে ২ সেনাবাহিনীর সদস্য আহত হয়েছেন। শনিবার দুপুরে শ্রীনগরের অদূরে বেমিনা এলাকায় একটি হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় এই হামলা হয় বলে জানিয়েছে ইন্ডিয়াস এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, একটি হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় আচমকা প্রচুর গুলি ছুটে আসে। বিচ্ছিন্নবাদীরা অবশ্য গুলি ছুঁড়েই পালিয়ে যায়। তাদের ধরতে আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।

এই ঘটনার কয়েক মিনিট আগেই শ্রীনগরের বাণিজ্য কেন্দ্র লালচক এলাকায় মুখোশ পরে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেন এক মানসিক প্রতিবন্ধী। একটি হোটেলে ঢুকে পড়েন তিনি। পুলিশ আত্মঘাতী জঙ্গি ভেবে শূন্যে গুলি চালায়। পরে অবশ্য ভুল ভাঙে। তাকে ধরার পরই পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে স্থানীয়রা। নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস, মরিচের গ্রেনেড ছোড়ে বাহিনী।

রোববার জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দেশের দীর্ঘতম সুড়ঙ্গ উদ্বোধন করবেন তিনি। তার আগে কাশ্মীরজুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ‌‌
০১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে