আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের কার্নিভালে একটি বিস্ফোরণে শিশুসহ আহত হয়েছেন ১৮ জন। আহতদের মধ্যে রয়েছেন ঐ অঞ্চলের মেয়র নিজেও। বিবিসি জানায়, কার্নিভালে একটি বড় বিস্ফোরণ ঘটনর প্রস্তুতি নিয়ে আগুন জ্বালানো হয়। কিন্তু বিস্ফোরকটি কত শক্তিতে ফেটে পড়বে তা সম্পর্কে ধারণা ছিল না আয়োজকদের।
প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলে ভিলেপিন্তায় ইয়োলো কার্নিভালে শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেখা যায়, অগ্নি উৎসবের জন্য আগুন লাগানোর কিছু সময় পড়েই বিস্ফোরণ ঘটে।
এজেন্সি ফ্রান্স প্রেস জানায়, এই বিস্ফোরণে শিশুসহ একজন মা গুরুতর আহত হন। এই বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে প্যারিস পুলিশ।
অন্যদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, আগুন লাগানোর জন্য যে পেট্রোল ব্যবহার করা হয়েছিল, সেটি থেকে বিস্ফোরণ হতে পারে।-বিবিসি
২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস