রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ০২:৫২:৫৮

সন্ত্রাসের নতুন হাতিয়ার ল্যাপটপ বোমা! চেকিংয়েও ধরা পড়বে না

সন্ত্রাসের নতুন হাতিয়ার ল্যাপটপ বোমা! চেকিংয়েও ধরা পড়বে না

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসের নতুন হাতিয়ার কি হতে চলেছে ল্যাপটপ বোমা? বিশ্বজুড়ে ছড়িয়েছে এই নতুন আতঙ্ক। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, ISIS বা আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীগুলি ল্যাপটপে বোমা লাগানোর প্রযুক্তি আয়ত্ব করে ফেলেছে। সেই বোম বিমানবন্দরের প্রচলিত নিরাপত্তা চেকিংয়ে ধরা পড়বে না।

এই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন নিরাপত্তা বিশেষজ্ঞ। উড়ানে ল্যাপটপ নিষিদ্ধ করার পথে হেঁটেছে ব্রিটেন ও আমেরিকা। আফ্রিকা ও পশ্চিম এশিয়ার ৮টি দেশের ১০ টি এয়ারপোর্ট থেকে আসা যাত্রীদের সঙ্গে ল্যাপটপ থাকলে তাঁদের ঢুকতে দেবে না ওই দুই দেশ। ভারতও কি উড়ানে ল্যাপটপ নিষিদ্ধ করার পথে হাঁটবে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।-জিনিউজ
২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে