আন্তর্জাতিক ডেস্ক : 'প্রত্যেক মসজিদের ভেতর মন্দির বানিয়ে দিতে পারেন যোগী আদিত্যনাথ'। উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এমন মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ওমর আব্দুল্লাহ।
তিনি বলেন, বিজেপির এই মুখ্যমন্ত্রী গোটা দেশকে জুড়তে নয়, বরং গোটা দেশকে বিচ্ছিন্ন করে দেবে খুব শীঘ্রই। তাই, কেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বিজেপির হাত ধরলেন, সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।
কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী সুর চড়িয়ে আরো বলেন, বিজেপি এমন একজনকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করেছে যিনি একবার বলেছিলেন, ‘সুযোগ পেলে আমরা প্রতিটি মসজিদের ভিতরে গৌরী, গণেশ, নন্দীর বিগ্রহ বসাব। বিজেপি যাকে বাছলো, তিনি সবসময় ঘৃণাই বর্ষণ করেন, কখনও প্রতিশ্রুতি পালন করেন না।’
কাশ্মীর উপত্যকার বর্তমান অশান্তির জন্য বিজেপি-পিডিপি জোট সরকারকে দুষে ওমর বলেন, মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জনবিরোধী একটি দলের সঙ্গে বন্ধুত্ব করেছেন। যুবকদের কর্মসংস্থান, কাশ্মীর সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও পিডিপি সরকার পালন করেনি বলে অভিযোগ করেন তিনি।
আব্দুল্লাহ আরও বলেন, বিজেপি-পিডিপির যোগ সাধারণের বিরোধী। ফলে কাশ্মীর জুড়ে এখন শুধু্ হেনস্থা আর ভয়। উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন কাশ্মীরের এই নেতা।
০২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস