আন্তর্জাতিক ডেস্ক : দেশজুড়ে বিজেপির গোমাংস বিরোধী অভিযান নিয়ে এবার বিজেপিকে ধুয়ে দিলেন ‘অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন’-র (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। গেরুয়া দলটিকে কটাক্ষ করে ওয়াইসি বলেন, বিজেপির এজেন্ডায় উত্তরপ্রদেশের ‘গোমাতা’ উত্তর-পুর্বাঞ্চলের রাজ্যগুলিতে ‘মাংস’ হয়ে গিয়েছে।
ওয়াইসির অভিযোগ গোমাংস নিয়ে বিভেদের রাজনীতি করছে বিজেপি। শনিবার নয়াদিল্লিতে বিজেপির উপর আক্রমণ শানিয়ে আসাদউদ্দিন বলেন, গুজরাট ও উত্তরপ্রদেশে কসাইখানা বন্ধ করে বকলমে মুসলিম সম্প্রদায়কে নিশানা বানিয়েছে গেরুয়া শিবির। যদিও মণিপুর, নাগাল্যাণ্ড ও মেঘালয়ে গোমাংস নিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে বিজেপি।
প্রসঙ্গত, নির্বাচনে জিতলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে গোমাংসের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে না বলে ঘোষণা করেছে বিজেপি। অন্যদিকে নির্বাচনী প্রতিশ্রুতি পুরণ করে উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেই অবৈধ কসাইখানার বিরুদ্ধে অভিযান শুরু করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উল্লেখ্য, এবার গুজরাটে গো-হত্যায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। তাৎপর্যপূর্ণ ভাবে যোগীর পথ ধরেই উত্তরাখণ্ড, রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ প্রশাসনও বেআইনি কসাইখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে৷ বিজেপি শাসিত রাজ্যগুলি যে এক পথ ধরেই চলছে এমনটাই পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের৷
০২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস