আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে যোগী সরকারের অ্যান্টি রোমিও স্কোয়াড নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রভাবশালী রাজনীতিবিদ ও আইনজীবী প্রশান্ত ভূষণ৷ তবে তিনি তার বক্তব্য পেশ করলেন ট্যুইটারে৷ শেক্সপীয়ারের নাটকের চরিত্র রোমিও এবং ভারতের পৌরাণিক চরিত্র শ্রীকৃষ্ণের মধ্যে করলেন তুলনা৷
আম আদমি পার্টির এই নেতা লিখেছেন, রোমিও নিজের জীবদ্দশায় কেবলমাত্র একটি মেয়ের সঙ্গেই প্রেম করেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ বিভিন্ন মেয়েদের উত্যক্ত করাতে প্রসিদ্ধ ছিলেন৷ তিনি উত্তরপ্রদেশ সরকারের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ, অ্যান্টি রোমিও স্কোয়াডের পরিবর্তে, অ্যান্টি কৃষ্ণ স্কোয়াড নাম রাখার কি সাহস দেখাতে পারবেন?
প্রসঙ্গত, এই আইনজীবীর আগেও আরও অনেকেই এই স্কোয়াডের নাম অ্যান্টি রোমিও রাখার ক্ষেত্রে আপত্তি জানিয়েছিল৷ সমালোচকদের মতে, রোমিও শেক্সপীয়ারের নাটকের এক জনপ্রিয় চরিত্র৷ রোমিও-জুলিয়েটের প্রেমের কাহিনি সমগ্র বিশ্বে জনপ্রিয়৷ তবে, প্রশান্ত ভূষণের এই ট্যুইটে তর্ক-বিতর্কের আশঙ্কা করছেন অনেকেই৷
উল্লেখ্য, উত্তরপ্রদেশের যোগী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্যে অন্যতম এই অ্যান্টি রোমিও স্কোয়াড৷ মহিলাদের ইভটিজিং এবং এই সংক্রান্ত অন্যান্য সমস্যা থেকে মুক্তি দিতেই যোগী সরকারের উদ্যোগ এই অ্যান্টি রোমিও স্কোয়াড৷ গত ২২মার্চ, কাসিম খান নামে এক যুবক তার সহপাঠিনীকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল৷ কিছু যুবক কাসিমের পিছু ধাওয়া করে এবং পরে শাস্তিস্বরূপ তাকে ন্যাড়া করিয়ে দেয়৷
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় উপস্থিত ছিল পুলিশেরাও৷ অভিযোগ ওঠে এই ভিডিওতে উপস্থিত চার কনস্টেবল অ্যান্টি রোমিও স্কোয়াডের সদস্য, কিন্তু কর্মকর্তারা প্রত্যুত্তরে বলেন এই তথ্য ভুল৷ তবে এই ভিডিওর তদন্ত করতে গিয়ে তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয় বলে জানা যায়৷ বারংবার এমন ঘটনা ঘটায় রাজ্য সরকার এই স্কোয়াডকে মানবিক হওয়ার নির্দেশ দেয়৷ এদিকে উত্তরপ্রদেশের পথে হেঁটে এবার মধ্যপ্রদেশ সরকার অ্যান্টি মজনু স্কোয়াডের ঘোষণা করেছে বলে জানা গিয়েছে৷
০২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস