রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ০৮:০২:০৩

রাগে ঘর-ছাড়া ট্রাম্প

রাগে ঘর-ছাড়া ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: চুলোয় যাক সই! রাগের চোটে ঘর ছেড়েই বেরিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের লম্বা করিডোর ধরে হনহন করে হাঁটা লাগালেন। বেয়াকুব হয়ে ঘরের মধ্যেই দাঁড়িয়ে থাকলেন সাংবাদিকরা। ধাওয়া করলেন শুধু ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শেষমেশ থামলেনও প্রেসিডেন্ট। অন্য একটা ঘরে। বন্ধ দরজার ও-পারেই সই হয়ে গেল বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত জোড়া প্রশাসনিক নির্দেশে।

সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের তিক্ত সম্পর্কের ফের এক বার সাক্ষী হয়ে থাকল হোয়াইট হাউস। শুক্রবার রাতের ঘটনা। প্রশাসনিক নির্দেশে সই করতে ঘড়ির কাঁটা মিলিয়ে হাজির হন প্রেসিডেন্ট। শুরুটাও দিব্যি ছিল। তাল কাটল এক সাংবাদিকের প্রশ্নে।

সূত্রের খবর, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ‘আঁতাত’ নিয়ে শীঘ্রই মুখ খুলবেন ট্রাম্পের বহিষ্কৃত নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। এ দিন তাঁকে নিয়ে প্রশ্ন উঠতেই মেজাজ হারান প্রেসিডেন্ট। পরে অবশ্য সই করেন তিনি।-আনন্দবাজার
২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে