রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ০৯:২৯:১৪

ভারতীয় সেনার হাতে আসছে আরও বিধ্বংসী অস্ত্র

ভারতীয় সেনার হাতে আসছে আরও বিধ্বংসী অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক : এ বার ভারতীয় সেনার হাতে আসছে আরও শক্তিশালী অস্ত্র, অ্যান্টি মেটিরিয়াল লাইটওয়েট রাইফেল। প্রায় ১৫০০ রাইফেল কেনার কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। অনেক দিন ধরেই এই বিধ্বংসী রাইফেল কেনার চেষ্টা চালাচ্ছিল ভারত। এখন শুধু হাতে পাওয়ার অপেক্ষা।

এই রাইফেলের এতটাই ক্ষমতা যে ট্যাঙ্ক, লো-ফ্লাইং হেলিকপ্টার এবং বাঙ্কারকে নিমেষে ধুলোয় মিশিয়ে দেবে। রাইফেলের রেঞ্জ ১.৮ কিলোমিটার। ওজন ১৫ কেজি। ১২.৭ এমএম/০.৫০ ক্যালিবারের এই রাইফেলে আর্মার পিয়ার্সিং এক্সপ্লোসিভ ইনসেনডেয়ারি, হাই আর্মার পিয়ার্সিং ইনসেনডেয়ারি, ট্রেসার, লাইট আর্মার পেনিট্রেটর রয়েছে।

এ ধরনের রাইফেল কিনে সেনাবাহিনীকে আরও ক্ষমতাশালী করতে চায় ভারত। বিশেষ করে জম্মু-কাশ্মীরে অপারেশনের সময় এই রাইফেল খুব কাজে আসবে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে সেনারা যে রাইফেল ব্যবহার করছে সেগুলোর ওজন ১৫ কেজির বেশি। ফলে অনেক ক্ষেত্রেই অসুবিধা হয়। এ বার সেই অসুবিধা দূর করতে হালকা এবং আগের থেকেও শক্তিশালী এই রাইফেল কেনার কথা চলছে বলে সূত্রের খবর।

০২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে