ঢাকায় আসছেন রানী
নিউজ ডেস্ক : দুই দিনের সফরে আগামী ১৮ নভেম্বর রাজধানী ঢাকায় আসবেন নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা। অবশ্য এর পূর্বে তিন দিনের সফরে ৩ নভেম্বর নেদারল্যান্ড সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। এ দুই সফর নিয়ে আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়। সে বৈঠকে মার্ক রুটে শেখ হাসিনাকে নেদারল্যান্ড সফরের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। বাংলাদেশের পানি ব্যবস্থাপনা নিয়ে নেদারল্যান্ড বেশকিছু প্রকল্পে সহযোগিতা করে থাকে।
প্রধানমন্ত্রীর সফরে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মমর্তা। এ বিষয়টিকে সামনে নিয়েই পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সম্প্রতি নেদারল্যান্ড সফর করেছেন। এ দুটি সফরের বিষয় নিয়ে আলোচনা করতে অঅগামী ২৫ অক্টোবর ঢাকায় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মিজ লিওনি কিউলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর
�