পায়ে দেবীর ট্যাটু, অস্ট্রেলিয়ানকে হেনস্থা
আন্তর্জাতিক ডেস্ক : এক অস্ট্রেলীয় যুবক অভিযোগ করেছেন তার পায়ে আঁকা হিন্দু দেবতার উল্কির কারণে তাকে এক রেস্তোঁরায় হেনস্থার শিকার হতে হয়েছে। পুলিশ বলছে ওই ব্যক্তি শহর ছেড়ে চলে গেছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর শহরে।
ম্যাথিউ গর্ডন নামে ওই ব্যক্তি বলেছেন তার হাতে আঁকা ওই ছবির কারণে তাকে ও তার বান্ধবীকে শহরের একটি রেস্তোঁরায় হয়রানি করা হয় এবং তাকে থানায় গিয়ে ক্ষমা চেয়ে চিঠি লিখতে বাধ্য করা হয়।
তবে ব্যাঙ্গালোর পুলিশ জানায় ওই ব্যক্তিকে ক্ষমা চেয়ে কোনোরকম চিঠি লিখতে বাধ্য করা হয়নি।
ভারতে অস্ট্রেলীয় দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে অস্ট্রেলীয় নাগরিকদের স্থানীয় রীতিনীতি ও আচার সম্পর্কে যথাযথ গবেষণা করার অনুরোধ জানানো হয়েছে। ব্যাঙ্গালোর পুলিশ বলছে তারা ঘটনাটা তদন্ত করে দেখছে।
স্থানীয় সংবাদমাধ্যমকে গর্ডন বলেন একদল লোক তাদের রেস্তোঁরায় হয়রানি করতে শুরু করেন, যাদের রাজনৈতিক দলের সদস্য বলে মনে হয়েছে।
গর্ডন বলেন, ‘এদের একজন আমার কাছে এসে আমার উল্কি নিয়ে প্রশ্ন করে। কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের ঘিরে ফেলে এবং বলে আমার পায়ের চামড়া ছাড়িয়ে ওই ছবি তুলে ফেলবে।’
গর্ডনকে হয়রানি যারা করেছিল তাদের মধ্যে একজন রমেশ যাদব বিজেপির স্থানীয় কর্মী। তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ গর্ডনকে ক্ষমা চেয়ে যে চিঠি লিখতে বাধ্য করেছিল বলে তিনি অভিযোগ করেছেন তার কপি গর্ডন তার ফেসবুক পাতায় পোস্ট করেছেন।
গার্ডন ফেসবুকে লিখেছেন, ‘আমার চামড়ায় আমি কী ছবি উল্কি করিয়েছি তার জন্য আমাকে ক্ষমা কেনো চাইতে হবে এবং হয়রানিরই বা শিকার হতে হবে? - বিবিসি
২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর