সোমবার, ০৩ এপ্রিল, ২০১৭, ১২:৪৩:৩৮

ভারত সরকারের বিরুদ্ধে শিশুর মামলা

  ভারত সরকারের বিরুদ্ধে শিশুর মামলা

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তন ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে ভারত সরকারের বিরুদ্ধে আদালতে মামলা দিয়েছে নয় বছরের এক মেয়ে। দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের মেয়ে রিদিমা পান্ডে মামলাটি দায়ের করেছে। নিজেকে ‘সহানুভূতিশীল শিশু’ দাবি করে মেয়েটি জানায়, সে চায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার সরকার পৃথিবীকে সংরক্ষণ করুক।

রিদিমার বসবাসের রাজ্য উত্তরাখণ্ডে গত তিন বছর ধরে ভারি বৃষ্টি, বন্যা এবং ঘনঘন ভূমিধসের কারণে কয়েক হাজার মানুষ মারা গেছে।

রিদিমার যুক্তি, বিশ্বের তৃতীয় কার্বন নিঃসরণকারী দেশ ভারত জলবায়ু বিষয়ে স্বাক্ষর করা প্যারিস চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। আগামী দিনে জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে পানি সমস্যার সৃষ্টি হবে এবং বড় ধরনের স্বাস্থ্য সঙ্কট তৈরি হবে বলে এর আগে জানিয়েছিল বিশ্বব্যাংক।

২০১০ সালে পরিবেশ বিষয়ক মামলা নিষ্পত্তির জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল গঠন করে ভারত সরকার। রিদিমার মামলাটির শুনানি এ আদালতেই হবে। দ্য ইন্ডিপেনডেন্ট।
৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে