আন্তর্জাতিক ডেস্ক : ডিম নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। কেননা পরীক্ষা করে এখনও পর্যন্ত খারাপ কিছু পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার বক্তব্য, রাজ্যে উৎপাদিত ডিম নিরাপদ। তবে বাইরের রাজ্য থেকে আমদানি করা ডিমের উপর নজর রাখবে রাজ্য সরকার।
ডিম নিয়ে প্রাণী সম্পদ দফতর পুরসভাকে যে রিপোর্ট দিয়েছে তাতেও অস্বাস্থ্যকর কিছুর প্রমাণ মেলেনি। ডিম নিয়ে অযথা আতঙ্কের কারণ নেই। সাধারণ মানুষের কাছে মমতা ব্যানার্জীর পরামর্শ রাজ্যে উৎপাদিত ডিম নিরাপদ ও স্বাস্থ্যকর। তাই নির্ভয়ে ডিম খাওয়া যেতেই পারে। প্লাস্টিকের ডিম নিয়ে যে আতঙ্ক ছড়িয়েছে, তার অনেকটাই তৈরি করা বলে মনে করছে রাজ্য সরকার।
ডিম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে কিনা তাও প্রশাসনকে খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। সোমবার মালদহ ও শিলিগুড়ির বিভিন্ন বাজারে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। প্লাস্টিক ডিম আতঙ্ক কাটাতে নিয়মিত এই অভিযান চালানোরও নির্দেশ মুখ্যমন্ত্রীর।
০৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস