আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার মেট্রো ট্রেনে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক যাত্রী।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সেন্ট পিটার্সবুর্গ শহরের মাঝামাঝি অংশে সেনাইয়া প্লোশাড ও টেকনোলজিশেস্কি ইনস্টিটিউট স্টেশনের মাঝামাঝি অংশে ট্রেনের একটি বগিতে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রাথমিকভাবে দুটি স্টেশনে জোড়া বিস্ফোরণের খবর দিলেও পরে স্থানীয় কর্মকর্তারা বিস্ফোরণের ঘটনা একটি বলে নিশ্চিত করেন।
ফেইসবুক ও টুইটারে আসা ছবিতে দেখা যায়, ট্রেনের এক বগির দড়জা বিস্ফোরণে উড়ে গেছে।
বিস্ফোরণের পর শার্পনেল ছড়িয়ে পড়ে বলেও রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে।
এ ঘটনার পেছনে কারা থাকতে পারে- সে বিষয়ে সম্ভাব্য সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
০৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস