সোমবার, ০৩ এপ্রিল, ২০১৭, ০৮:৫৮:১০

ভারতীয় জাহাজ ছিনতাই করেছে সোমালীয় দস্যুরা

 ভারতীয় জাহাজ ছিনতাই করেছে সোমালীয় দস্যুরা

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়া উপকূল থেকে একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে দেশটির জলদস্যুরা।

সোমবার নিরাপত্তা বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ছিনতাই হওয়া জাহাজটিতে ১১জন ক্রু রয়েছেন। তারা সবাই ভারতীয় বংশোদ্ভূত।

জাহাজটিকে জলদস্যুরা সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড দ্বীপের ইয়িলে নিয়ে গেছে। আল কাউসার নামের এ জাহাজটি দুবাই থেকে বোসাসো যাওয়ার পথে জলদস্যুর কবলে পড়ে বলে জানিয়েছে যুক্তরাজ্য ম্যারিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও)।

পুন্টল্যান্ড অঞ্চলের জলদস্যুতা বিরোধী সংস্থার সাবেক পরিচালক আবদিলরিজাক মোহাম্মদ দিরির বলেন, আমরা বুঝতে পারছি সোমালীয় জলদস্যুরা একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ ছিনতাই করে তা সোমালি উপকূলের দিকে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে ভারতীয় কর্মকর্তারা সোমালিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।

কয়েক বছর নিশ্চুপ থাকার পর সম্প্রতি সোমালীয় জলদস্যুরা সক্রিয় হয়েছে। এরপর কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয় জাহাজ ছিনতাইয়ের এ ঘটনা ঘটলো।
৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে