মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০১৭, ০৯:০২:০৮

আজকের টি-২০ ম্যাচে দুই দলের পরিকল্পনা

 আজকের টি-২০ ম্যাচে দুই দলের পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-শ্রীলঙ্কা সর্বশেষ সাক্ষাতে খুব একটা রান উত্সব হয়নি টি-টোয়েন্টিতে।

সেই রান খরার ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ।  এবার অবশ্য শ্রীলঙ্কা সফরে প্রতিটি ম্যাচেই রান উত্সব হচ্ছে।  গতকাল দুই দলই আভাস দিল, তারা বড় রানের পরিকল্পনা আটছে।  বাংলাদেশ দলের ম্যানেজার আগেই বলেছেন, তাদের পরিকল্পনা বড় রান করা।

 আর সেই পরিকল্পনা অনুযায়ী চলতে পারলে ভালোভাবে সিরিজ শেষ করা সম্ভব, ‘অবশ্যই তারা আমাদের চেয়ে ভালো দল।  পরিকল্পনাগুলো ঠিকঠাক মতো মাঠে প্রয়োগ করতে পারলে আমার মনে হয় অসম্ভব কিছু না।  আর একটি সিরিজই আছে।  ছেলেরা শেষটায় ভালো করতে উন্মুখ হয়ে আছে। ’

দীর্ঘ সফরে শ্রীলঙ্কায় যাওয়া বাংলাদেশ দল এখন পর্যন্ত সন্তোষজনক পারফরম্যান্সই করছে।  টেস্ট ও ওয়ানডে সিরিজ, দুটোই ড্র করেছে।  এখন অপেক্ষা টি-টোয়েন্টি সিরিজের।  বাংলাদেশ ওয়ানডে, এমনকি টেস্টেও যথেষ্ট শক্তি দেখাতে শুরু করলেও টি-টোয়েন্টি খেলাটা এখনো বেশ অচেনা রয়ে গেছে।  এই ফরম্যাটে বাংলাদেশের দাপট খুব বেশি নয়।

সে হিসেবে এই সিরিজে হয় তো আগের দুই সিরিজের চেয়ে বাংলাদেশকে একটু পিছিয়ে রাখতে হবে।

তবে এই বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচেই জয় আছে বাংলাদেশের।  আর সেই আসরটার কথা মনে করলে মাশরাফির দল একটু অনুপ্রেরণাও পেতে পারে।  এই শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে ঢাকায় অনুষ্ঠিত সেই এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ।

এই সিরিজেও শ্রীলঙ্কা মিস করছে তাদের নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথুসকে।  উপল থারাঙ্গা গতকাল বললেন, ‘গত কয়েক বছর ধরে ও আমাদের সেরা ক্রিকেটার।  

ওর মতো কারো বিকল্প আমরা পাব না।  তবে ওকে ছাড়াও আমরা ভালো করেছি।  অস্ট্রেলিয়ায় আসেলার মতো খেলোয়াড়রা খুব ভালো করেছে।  যে ভালো খেলবে সেই জিতবে, আর ওই দল আমরা হতে চাই। ’

অস্ট্রেলিয়ায় নিজেদের শেষ সিরিজে টানা দুই ম্যাচে ১৬৯ ও ১৭৪ রানের লক্ষ্য তাড়া করে সিরিজ জিতে শ্রীলঙ্কা।  সতীর্থদের বড় রান তাড়ার সামর্থ্যে দারুণ খুশি অধিনায়ক, ‘অস্ট্রেলিয়াতে আমরা বড় লক্ষ্য তাড়া করে জিতেছি।  এখানে যদি আমরা ১৮০ রান করতে পারি বা এই রান তাড়া করে জিততে পারি সেটা হবে দারুণ একটি ব্যাপার। ’

আর প্রেমাদাসা স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধা সাড়ে সাতটায় প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।  তার আগের দিনের সংবাদ সম্মেলনে থারাঙ্গা জানান, জয় দিয়ে শেষ করতে উন্মুখ আছেন তারা, ‘দুই দলই জিততে চায়।  কারণ, টেস্ট ও ওয়ানডে সিরিজ ড্র হয়েছে।  আমরা এখানে দুই ম্যাচেই জিততে চাই।  সেই সামর্থ্য আমাদের আছে।  সামপ্রতিক সময়ে আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি। ’

তৃতীয় ওয়ানডের দারুণ জয়ে সিরিজ ড্র করা শ্রীলঙ্কার আত্মবিশ্বাস এখন তুঙ্গে।  সেই ম্যাচে ভালো খেলার ধারাবাহিকতা টি-টোয়েন্টিতেও নিয়ে আসতে চান অধিনায়ক, ‘খেলোয়াড়রা মানসিকভাবে ভালো অবস্থায় রয়েছে।  তৃতীয় ওয়ানডে থেকে আমরা অনুপ্রেরণা পাচ্ছি।  সেই ম্যাচে যেভাবে ফিল্ডিং করেছি তা আমাদের শক্তি যোগাচ্ছে।  টি-টোয়েন্টিতেও তা ধরে রাখতে হবে।  টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পাচ্ছে, সেটা এখানেও ধরে রাখতে হবে। ’

এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে