আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-চীন ও পাকিস্তান জোট গঠনের কাছাকাছি পৌঁছে গেছে। আঞ্চলিক স্থিতিশীলতা বিশেষ করে আফগানিস্তানের যুদ্ধের রাজনৈতিক সমাধানের ল্েয ত্রিদেশীয় এ জোট গঠিত হচ্ছে। আফগানিস্তানের যুদ্ধকে যুক্তরাষ্ট্র দীর্ঘায়িত করতে চাইছে বলে মনে করছে রাশিয়া, চীন ও পাকিস্তান।
পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, এ পরিস্থিতিতে চীন, রাশিয়া ও ইরানকে সম্পৃক্ত করে আফগানিস্তানের সমস্যার আঞ্চলিক সমাধানে সচেষ্ট হওয়া ছাড়া পাকিস্তানের জন্য অন্য কোনো বিকল্প নেই।
আফগানিস্তান সঙ্কট নিয়ে মস্কো এরই মধ্যে দু’টি বৈঠকের আয়োজন করেছে। এতে পাকিস্তানি ও চীনা কর্মকর্তারা যোগ দিয়েছেন। চলতি মাসে বৃহত্তর পরিসরে এ রকম আরেকটি বৈঠকের আয়োজনও করা হয়েছে। এ বৈঠকের উদ্দেশ্য আফগানিস্তানে যুদ্ধ দীর্ঘায়িত করার বিরুদ্ধে ঐকমত্য সৃষ্টি করা।
এ দিকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে কথিত অইএস-বিরোধী যুদ্ধের মাধ্যমে এ অঞ্চলে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ আরো জোরদার করতে চাইছে বলেই ধারণা করছে পাকিস্তান, রাশিয়া ও চীন। পাকিস্তানের জন্য এটি একটি বিপজ্জনক পরিস্থিতি হয়ে দেখা দিয়েছে।
আফগানিস্তান গোলযোগকে দীর্ঘায়িত করা হলে তার কালো ছায়া পাকিস্তানের অগ্রগতি ও স্থিতিশীলতার ওপরও বর্তাবে। এ ধারণাকে কেন্দ্র করেই রাশিয়াসহ আঞ্চলিক দেশগুলোর দিকে হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। এ কথা বলেছেন পাকিস্তানের প্রতিরা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লে জেনারেল আমজাদ সোয়েব।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হওয়া সত্ত্বেও আমজাদ সোয়েবের সাথে পাকিস্তানের সেনা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আফগানিস্তান স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ইচ্ছুক নয় বলে মনে করেন তিনি। তিনি আরো দাবি করেছেন, আফগানিস্তানে যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদপে গ্রহণে যুক্তরাষ্ট্র ব্যর্থ হলে সেখানে রাশিয়া ও চীন বড় ভূমিকা পালন করবে। এ দিকে আফগানিস্তানে সব পকে নিয়ে সংহতি প্রতিষ্ঠার পাকিস্তানের ভূমিকাকে সমর্থন করেছে রাশিয়া ও চীন উভয়ই।
৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস