মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০১৭, ০৭:৪৭:৪৪

কাশ্মীরিদের চোখে নরেন্দ্র মোদি মুসলিমদের হত্যাকারী: লস্কর

কাশ্মীরিদের চোখে নরেন্দ্র মোদি মুসলিমদের হত্যাকারী: লস্কর

আন্তর্জাতিক ডেস্ক : 'কাশ্মীরের বাসিন্দারা সাহসী। তারা কখনও তাদের রক্ত বিক্রি হয়ে যেতে দেবে না। তাদের কাছে নরেন্দ্র মোদি আসলে মুসলিমদের হত্যাকারী।' কাশ্মির উপত্যকায় দক্ষিণ এশিয়ার দীর্ঘতম টানেল উদ্বোধনের পর এমনটাই বললো বিছিন্নবাদী সংগঠন লস্কর-ই-তইবার মুখপাত্র ড. আব্দুল্লাহ গাজনাভি।

গত রোববার কাশ্মীরে ওই টানেলের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ থেকে সরে দাঁড়ানোর বার্তাও দেন তিনি। এরপরেই এমন মন্তব্য করা হল বিছিন্নবাদী সংগঠনের তরফে। বিছিন্নবাদী ওই নেতার কথায়, 'ভারত যতই প্যাকেজ দিক না কেন, কাশ্মীরের মানুষের দাবি একই থাকবে। ভারত গোটা বিশ্ব জয় করে ফেলতে পারে কিন্তু, কাশ্মীরের মানুষের রক্তে কেবলই স্বাধীনতার দাবি থাকবে।'

ওই ব্যক্তি আরও বলে যে, মোদি বুদ্ধিমানের মত সিদ্ধান্ত নেবেন যদি কাশ্মীর থেকে সেনাবাহিনী সরিয়ে নেন। এতে ভারতীয় সেনা তথা ভারতের লাভ হবে বলেও উল্লেখ করে আব্দুল্লাহ গাজনাভি। এমনটা করলে মোদি নাকি কাশ্মীরিদের কাছে অমর হয়ে থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।

০৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে