আন্তর্জাতিক ডেস্ক : রামনবমীতে সশস্ত্র শোভাযাত্রা বের করার ডাক দিলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি মঙ্গলবার রাজ্যের বর্ধমান জেলার কালনায় একটি সমাবেশে গিয়ে বলেন, রামনবমী উপলক্ষে রাজ্যজুড়ে ধর্মীয় শোভাযাত্রা বের হবে। তাতে সর্বত্র বিজেপি সহযোগিতা করবে। আর সেই শান্তিপূর্ণ শোভাযাত্রায় সকলের হাতে থাকবে অস্ত্র।
তিনি বলেন, হিন্দু দেবদেবীদের হাতে অস্ত্র থাকে। তাই সেই দেবদেবীর আরাধনা করার সময়ে অস্ত্র থাকাটাই স্বাভাবিক। এতে কোনও অন্যায় নেই। উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসায় মানুষের মধ্যে এই বিশ্বাস এসেছে যে, এ বার অযোধ্যায় রামমন্দির হবেই। তাই এই বছরে রাজ্যে রামনবমী পালন বেশি করে হচ্ছে।
তার প্রশ্ন, যদি কোনও রাজনৈতিক দল ঈদ, মহরম বা বড়দিন পালন করলে ধর্মীয় মেরুকরণ না হয়, তবে রামনবমী পালন করলে মেরুকরণ হবে কেন? এই শোভাযাত্রা নিয়ে মমতার সরকারকে হুঁশিয়ারিও দিয়েছেন দিলীপ।
০৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস