আন্তর্জাতিক ডেস্ক : ঘটনার প্রায় চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে ভারতের টেবিল টেনিস কোচ, অর্জুন পুরস্কার প্রাপক মান্তু ঘোষকে হেনস্থায় অভিযুক্ত দুই যুবককে। রবিবার রাতে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থানার সুভাষপল্লি বাজারের কাছে মান্তুর সঙ্গেই হেনস্থা হতে হয় তার স্বামী সুব্রতবাবুকেও।
মান্তু ঘোষ বলেন, ওই রাতের অভিজ্ঞতা মনে করলে এখনও শিউরে উঠছি আমি। শিলিগুড়ির সুভাষপল্লি বাজারের সামনের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমার স্বামী সুব্রত, দোকানে ফল কিনতে গিয়েছিল। গাড়ির সামনের আসনে বসে মোবাইল ফোন নিয়ে নাড়াচাড়া করছিলাম। হঠাত্ দুই যুবক এসে বলে ''এখানে গাড়ি দাঁড় করিয়েছিস কেন? গাড়ি সরা।'
মান্তু বলেন, আমাকে বলছে এটা প্রথমে বুঝতেই পারিনি। জিজ্ঞাসা করি আমাকে কিছু বলছেন? ওরা বলে, 'হ্যাঁ। তোকেই বলছি। তোর গাড়ির ড্রাইভার কোথায়? গাড়ি সরা।' কাউকে এত খারাপ কথা বলতে কখনও শুনিনি। ভয়ে গাড়ি থেকে নেমে আমার স্বামী কোথায় দেখতে যাই। দেখি, ও এগিয়ে আসছে।
তিনি আরো বলেন, সুব্রত গাড়ির কাছে আসার পরেও একইভাবে গালিগালাজ করতে থাকে ওরা। ও রুখে দাঁড়িয়ে বলে, কেন গাড়ি সরাব? তা ছাড়া এ ভাবে কথা বলছেন কেন? এ কথা শুনে ওকে আরও বেশি করে গালিগালাজ করতে থাকে। পুলিশ ডাকার কথা বললে, বলে 'ডাক। কে আছে? পুলিশের বাবাকে ডাক। কেউ কিছু করতে পারবে না।' মদ্যপ ওই যুবকদের কথা বলার ধরণ দেখে ঘাবড়ে যাই।
মান্তু জানান, পুলিশের এক কর্মকর্তাকে ফোন করে ঘটনা জানাই। তিনি বলেন, যেখানে আছি সেখানেই যেন দাঁড়িয়ে থাকি। তিনি শিলিগুডি থানায় বলে পুলিশ পাঠানোর ব্যবস্থা করছেন। হঠাত্ মোটরবাইকে করে একটা লোক ওদের কাছে এসে বলে, 'চলে যা। না হলে বিপদে পড়বি।' এরপরই ওরা মোটরবাইক নিয়ে পালায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে পৌঁছায়। আমাদের চলে যেতে বললে আমরা চলে আসি।
০৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস