বুধবার, ০৫ এপ্রিল, ২০১৭, ১২:৫১:১৪

‘তসলিমাকে কলকাতা থেকে জানোয়ারের মতো তাড়ানো হয়েছে’

‘তসলিমাকে কলকাতা থেকে জানোয়ারের মতো তাড়ানো হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর কলকাতায় নিজের দেশ খুঁজে পেয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন। কিন্তু কলকাতা থেকে তাকে জানোয়ারের মতো তাড়ানো হয়েছে, এই ঘটনা আমাকে ব্যথিত করে বলে মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।

পশ্চিমবঙ্গের হুগলী জেলার কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে এসেছিলেন ত্রিপুরার রাজ্যপাল। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাকে প্রশ্ন করা হয়, দেশের এমন কোনও ঘটনা যা তাকে ব্যথিত করে? প্রশ্নের উত্তরে তিনি তসলিমার প্রসঙ্গ তোলেন।

রাজ্যপাল বলেন, “আমাদের সহ্যশক্তি কমে যাচ্ছে। এমন একটি ঘটনা আমরা দেখেছি। তসলিমা নাসরিন এমন একজন মহিলা যিনি নিজের দেশ থেকে বিতাড়িত হয়েছেন। কলকাতায় থাকতেন। তাকে একেবারে জানোয়ারের মতো এই শহর থেকে তাড়ানো হয়েছে। তিনি নিজের দেশ ছেড়ে এখানে একটা সাময়িক দেশ খুঁজে পেয়েছিলেন। এই ধরনের ঘটনা আমাকে খুব ব্যথিত করে।”

এসময় তিনি রামকৃষ্ণ মঠে পুজা দেন, প্রসাদ গ্রহণ করেন। সঙ্গে ছিলেন রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ। সেখান থেকে তিনি বিকালে জয়রামবাটি যান।  

০৫ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে