বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০১৭, ০৪:৩৯:৪৮

ট্রাম্পের চীন সফরের পূর্বেই মিসাইল ছুড়লো কিমের কোরিয়া!

ট্রাম্পের চীন সফরের পূর্বেই মিসাইল ছুড়লো কিমের কোরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বারবার শক্তিশালী অস্ত্র পরীক্ষা নিয়ে যখন উদ্বেগে এক টেবিলে বসছে মার্কিন-চীন, তখনই ফের ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করলো খ্যাপা কিম জং উনের দেশ।

বিশ্বের একটা বড় অংশের চোখ রাঙানিকে উপেক্ষা করেই গত কয়েক মাসে একের পর এক শক্তিশালী অস্ত্র পরীক্ষা করেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। কিমকে ঠেকাতে অনেক দিন ধরেই কোমর বাঁধছে মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার অস্ত্রপরীক্ষার বাড়বাড়ন্ত নিয়ে এই সপ্তাহেই বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট জি জিংপিং।

বৈঠকের ঠিক আগের দিনই উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র ১৮৯ কিমি পাড়ি দিয়ে শত্রুপক্ষকে আক্রমন করতে পারে। আর সেই ব্যালেস্টিক মিসাইল ছুড়ে কিম জানিয়ে দিলেন আমেরিকার রাঙানিকে ভয় পায় না উত্তর কোরিয়া।
০৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে