আন্তর্জাতিক ডেস্ক : খেলতে গিয়ে গ্রামের ৪ বছরের শিশু ২৫০ ফিট গর্তের ভিতর পড়ে গেল! শিশুকে বাঁচাতে উদ্ধারকর্মীরা তুমুল ব্যস্ততায় চালাচ্ছে উদ্ধারকার্য৷ ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের সুরেন্দ্রনগর জেলার গ্রাম করশানগরে৷
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে ওই গ্রামের গভীর নলকূপ স্থাপনের জন্য তৈরি হয় ওই গর্ত। কিন্তু যারা এটি তৈরি করেছে তারা ওই গর্তটির আশপাশে কোন বেড়া বা সুরক্ষা প্রতিরোধ না দিয়ে ওই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায়। ফলে গর্তটি ওইভাবে থেকে যায়।
বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই গর্তের পাশে মাঠে খেলছিল ৪ বছরের ছোট্ট সাগর৷ খেলতে খেলতেই নলকূপ তৈরির গর্তের মধ্যে পড়ে যায় সাগর৷ এলাকাবাসী জানার পরপরই কালবিলম্ব না করে খবর দেয় উদ্ধারকর্মীদের। খবর পেতেই গ্রামে এসে হাজির হয়েছে উদ্ধারকর্মীরা ৷ দুপুর থেকেই চলছে উদ্ধারকার্য৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চলছে, এখনো শিশুটি উদ্ধার হয়নি।
০৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস