আন্তর্জাতিক ডেস্ক : রামের ঢেউ আছড়ে পড়লো এ বার আইপিএল দুনিয়ায়। চিয়ার লিডার নয়। আইপিএল-এর সময় গ্যালারিতে বাজানো হোক রাম-স্তুতি। এমনটাই নিদান দিলেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।
আইপিএল শুরু হয়েয়ে। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিই প্রস্তুত মেগা এই ইভেন্টের জন্য। তবে আইপিএল শুরুতেই পশ্চিমী সংস্কৃতির অন্ধ অনুসরণের বিষয়টি ফের মাথাচাড়া দিচ্ছে। ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চহ্বান ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা ম্যাচগুলোর জন্য কোনও রকম বিনোদন কর মকুব করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন।
রাজ্যেরই কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিংও এমনটা মনে করেন। তিনি চান, চিয়ার লিডারের পরিবর্তে গ্যালারি ভরে থাকুক ভক্তিমূলক গানে। তিনি বলছেন, 'ব্যাটসম্যান চার কিংবা ছয় হাঁকানোর পরে চিয়ারলিডারের নৃত্যের পরিবর্তে ভগবান রামের স্তুতিসূচক গান বাজানো হোক। এতে পরিবেশের শুদ্ধতা বজায় থাকবে।'
পাশাপাশি দিগ্বিজয় আবার বিনোদন কর ছাড়ের পক্ষে। তিনি বলছেন, 'বিনোদন কর মকুব করা যেতেই পারে। শিবরাজ সিংয়ের সঙ্গে এই ব্যাপারে আমার কথা হয়েছে। তবে উনিও চিয়ার লিডার সংস্কৃতির বিপক্ষে।'
ভারতের জনপ্রিয়তম খেলা ক্রিকেট। গোটা দেশই আইপিএলের সময় ক্রীড়াউত্সবের চেহারা নেয়। সে দিকে ইঙ্গিত করেই দিগ্বিজয় বলেন, 'ক্রিকেটের জনপ্রিয়তার কথা বিবেচনা করে করের ব্যাপারে সামান্য শিথিল হতেই পারে মধ্যপ্রদেশ সরকার।'
০৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস