বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ১১:০৯:১৯

কানাডার নতুন প্রধানমন্ত্রীর পেছনের কাহিনী

কানাডার নতুন প্রধানমন্ত্রীর পেছনের কাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ৪২তম সাধারণ নির্বাচনে জয়লাভ করে ২০০৪ সালের পর আবারও ক্ষমতায় এসেছে লিবারেল পার্টি। আর দলের নেতা জাস্টিন ট্রুডো হচ্ছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। টানা ৯ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে হারিয়ে রীতিমত চমক তৈরি করেছেন ট্রুডো। যিনি কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন, সেই ট্রুডোর। বাবাও ছিলেন একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী : জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে এলিয়ট ট্রুডো দেশটির অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৬৮ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে, তখন ট্রুডোম্যানিয়া নামে একটি শব্দও প্রচলিত হয়ে যায়। বাবার শেষকৃত্যের বক্তব্যে পরিচিতি জাস্টিন ট্রুডো প্রথম পরিচিত হন তার বাবার শেষকৃত্যের অনুষ্ঠানে কথা বলে। সেটাই ছিল প্রাপ্তবয়স্ক হিসেবে দেশের উদ্দেশে তার প্রথম বক্তৃতা। মন্ট্রিলে নটরডেম গির্জায় তিনি তার বাবার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বাবা আমাদের জীবনের সবটুকু দিয়ে ভালোবাসতেন। তিনি আমাদের নিজেদের বিশ্বাস করতে শিখিয়েছেন, অধিকারের জন্য লড়তে শিখিয়েছেন, দায়িত্ব নিতে শিখিয়েছেন। বক্সার জাস্টিন : নির্বাচনের আগে কনজারভেটিভ পার্টি বলেছিল যে ট্র–ডো আসলে প্রস্তুত নয়। কেউ ভাবতেও পারেনি যে স্টিফেন হার্পারের মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে পরাজিত করতে পারেন তিনি। কিন্তু তার জনপ্রিয়তা বাড়তে থাকে আসলে ২০১২ সালে এক বক্সিং চ্যাম্পিয়নশিপ জেতার পর। সে সময় ট্রুডোর প্রতিপক্ষ ছিলেন সিনেটর প্যাট্রিক ব্রেজো, যিনি খুবই পেশিবহুল ছিলেন এবং ব্লাক বেল্টের অধিকারী ছিল। সবার ধারণা ছিল তার সামনে হয়তো দাঁড়াতেই পারবেন না ট্রুডো। কিন্তু সব ধারণা ভুল করেই তিনি জয়লাভ করেন। এক সময় শিক্ষক ছিলেন : কানাডার সংসদ হাউস অব কমন্সে আসলে সব শ্রেণী-পেশার মানুষই থাকে। ট্র–ডো রাজনীতিতে আসার আগে শিক্ষকতা করতেন। কনজারভেটিভদের নির্বাচনী প্রচারণায় এ নিয়ে কটাক্ষ করা হয়। বলা হয়, দুই বছরের নাট্যতত্ত্বের শিক্ষক কিভাবে একজন প্রধানমন্ত্রী হতে পারে। এর জবাবে নিজের শিক্ষকতার ডেস্কে বসা একটি ভিডিও চিত্র তৈরি করেন। সেখানে বলেন, শিক্ষক হিসেবে আমি গর্বিত। আমি একজন সন্তান। একই সঙ্গে একজন বাবাও। যদিও আমি নেতা, তবে আমি এখানে সেবা করতে এসেছি। হাফিংটন পোস্ট। ২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে