আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দুপুরে চারদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লী পৌঁছেছেন। প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ হাসিনা বিমানবন্দর থেকে নির্দিষ্ট গাড়িতে চড়ে গন্তব্যে রওনা দেওয়ার পর কিছুক্ষণ সেখানে অবস্থান করেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গীরা মোদির সঙ্গে সেলফি তোলেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর টুইটারে কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, ভারতীয় প্রধানমন্ত্রীকে ঘিরে সফরকারী বাংলাদেশি কর্মকর্তারা সেলফি তুলছেন।
এনআইএ প্রধানমন্ত্রীর ভারত পৌঁছার সময়টা টুইটারে লাইভ প্রচার করে। লাইভ ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়িতে ওঠার পর নরেন্দ্র মোদি বাংলাদেশি কর্মকর্তাদের অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশি কর্মকর্তারা তাকে ঘিরে একের পর এক সেলফি তুলতে থাকেন।
অভ্যর্থনা জানানোর কিছুক্ষণ পরই টুইটার বার্তায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। মোদি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি আমাদের দুই জাতির সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।’
অপর একট টুইট বার্তায় মোদি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রাষ্ট্রীয় সফরে অভ্যর্থনা জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও বেশ কয়েকটি মন্ত্রণালয়ে সচিবরা সফর সঙ্গী এছাড়া ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতির নেতৃত্বে ২৫৭ সদস্যের প্রতিনিধিরাও রয়েছেন।
০৭ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস