রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ০৬:৫১:৫৪

সিরিয়া সংঘর্ষ কি তৃতীয় বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত?

সিরিয়া সংঘর্ষ কি তৃতীয় বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত?

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া সংঘর্ষ অচিরেই বন্ধ না হলে তা ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, এটি তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে। সিরিয়ায় একের পর এক হামলা শেয়ার বাজার এবং আন্তর্জাতিক বাজারে অর্থের মূল্যের ওপর যে প্রভাব ফেলছে তাতে ভারতসহ বিশ্বের অনেক দেশের বিশেষজ্ঞদের এমনই মত।

খবরে বলা হয়েছে, যদিও সিরিয়ার ওপর আমেরিকার মিসাইল হামলার বিষয়ে কোন প্রতিক্রিয়া দেয়নি ভারত। তবে শোনা যাচ্ছে, এই পরিস্থিতি বিবেচনা করেই নতুন রণনীতির বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশটি। সিরিয়ায় হামলা পরই এশিয়া প্যাসিফিক ইন্ডেক্স পড়ে যায় ০.২।

টোকিও, হংকং, অস্ট্রেলিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়া এবং এশিয়ার বাজারও প্রভাবিত হয়। শুধু তাই নয়, অশোধিত তেলেরও দাম বেড়ে যাবে বহুগুণ, যা ভারতসহ আরও বেশ কিছু দেশের ওপর সরাসরি প্রভাব ফেলবে বলে মত বিশেষজ্ঞদের। সিরিয়ার এই পরিস্থিতি যে তৃতীয় বিশ্বযুদ্ধও ঘটাতে পারে, সে আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছে অনেকেই।-কলকাতা২৪
০৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে