রবিবার, ০৯ এপ্রিল, ২০১৭, ০৫:০০:১৩

মিশরের কায়রোয় ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহত

মিশরের কায়রোয় ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের রাজধানী কায়রোয় চার্চে বিস্ফোরণ। এই ঘটনায় নিহত হয়েছে প্রায় ২৫ জন এবং আহত হয়েছে অর্ধশতাধিক।। রোববার কায়রোর তন্তার নাইল ডেলটা শহরের কপটিক খ্রীষ্টান চার্চে বিস্ফোরণ হয়। সেই সময় চার্চে প্রার্থনার জন্য বহু মানুষ এসেছিলেন। তখনই বিস্ফোরণ হয় চার্চের ভেতর।

স্থানীয় গণমাধ্যমের সূত্রে আল-জাজিরা জানিয়েছে, মিশরের নাইল ডেল্টা অঞ্চলের টান্টা শহরে অবস্থিত সেইন্ট জর্জ কপটিক চার্চে ‘পাম সানডে’ বা জেরুজালেমে যিশু খ্রিস্টের আগমনের স্মরণে একটি ভোজ অনুষ্ঠান চলছিল। ওই ভোজসভা চলার সময় সেখানে বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি একটি বোমা হামলা। স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে গির্জাটির সামনে বহু মানুষজনকে ভীড় করতে দেখা যায়।

ঘটনাস্থলে পুলিশ এসে চার্চের ভেতর থেকে রক্তাক্ত দেহগুলিকে বের করে নিয়ে যায়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ইজিপ্টের জনসংখ্যার মধ্যে ১০ শতাংশ খ্রীষ্টান বসবাস করে এবং তাদেরকেই বারংবার নিশানা করে ইসলামিক জঙ্গীরা। এই নাশকতার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

মিশরের সংখ্যালঘু খ্রিস্টান জনগোষ্ঠী বারবারই চরমপন্থি গোষ্ঠীর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এবারের বিস্ফোরণটি পোপ ফ্রান্সিসের মিশর সফরের মাত্র কয়েক সপ্তাহ আগেই ঘটল। গত ডিসেম্বরে কায়রোর সবচেয়ে বড় কপটিক চার্চে হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়। আহত হয় ৫০ জনেরও বেশি।
০৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে