সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ০১:৪০:১৯

যাত্রী বোঝাই বাস ও ট্যাক্সি নিয়ে হুড়মুড়িয়ে ধসে পড়লো রাস্তা

যাত্রী বোঝাই বাস ও ট্যাক্সি নিয়ে হুড়মুড়িয়ে ধসে পড়লো রাস্তা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুর আন্না সালাই রোডে দিনের ব্যস্ত সময়ে হঠাৎ বিশাল ধস নামায় তার মধ্যে পড়ে যায় একটি গাড়ি ও যাত্রি বোঝাই বাস। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। তাদের উদ্ধা করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার দুপুর তখন দেড়টা। রাস্তায় প্রচুর গাড়ি ছিল তখন। হঠাত্ ধস নামায় যাত্রিবোঝাই বাসটি গর্তের মধ্যে পড়ে যায়। ভিতরে আটকে পড়েন যাত্রীরা। এক প্রত্যক্ষদর্শী জানান, ধসটি খুব ধীরে নামায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

আন্না সালাইয়ের মতো একটা গুরুত্বপূর্ণ রাস্তায় এমন ভাবে ধস নামাতে অনেকেই প্রশ্ন তুলেছেন রাস্তার রক্ষণাবেক্ষণ নিয়ে। ওই রাস্তার নীচ দিয়ে মেট্রোরেলের কাজ চলছে। রাস্তার নীচে টানেল করার ফলে মাটি আলগা হয়ে গিয়েই এমন বিপত্তি ঘটেছে বলে জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।
১০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে