আন্তর্জাতিক ডেস্ক: রামনবমীর মিছিলে অস্ত্রের আস্ফালনের সমালোচনাকারীদের লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি’র এক নেতা।
শনিবার বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ এ হুমকি দেন।
ব্যারাকপুরে মঙ্গল পা-ের বেদিতে মালা দিতে গিয়ে দিলীপ বলেন, ‘রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে বেরনো হবেই। যাদের তা সহ্য হচ্ছে না, তাদের জন্য বেনাপোল, পেট্রাপোল ও ওয়াঘা সীমান্ত (স্থলবন্দর) খোলা রয়েছে।
আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, নিজেরা না গেলে লাথি মেরে পাঠিয়ে দেব। দিদির পুলিশ যতই কেস করুক, এখানে বাবর-তালিবানের রাজত্ব চলবে না। রাম রাজত্ব চলবে।’
কেন বাংলাদেশে পাঠানো হবে এমন প্রশ্নে দিলীপ বলেন, ‘এই দিদি (মমতা) মৌলবাদীদের দমন করতে পারছেন না, ওই দিদি (শেখ হাসিনা) তা পেরেছেন। তাই সেখানে পাঠানোর কথা বলেছি।
বিজেপি’র এই নেতা এমন সময় এ ধরনের মন্তব্য করেছেন, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় ভারত অবস্থান করছেন। তিনি ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ’ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পুনর্ব্যক্ত করেছেন।-আনন্দবাজার
১০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস