আন্তর্জাতিক ডেস্ক: চীনে বিদেশি গুপ্তচর ধরতে অভিনব এক কায়দা নিয়েছে দেশটির সরকার।
দেশটির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালিয়ে গোপন তথ্য সংগ্রহ কারীদের যদি কেউ ধরিয়ে দিতে পারে তবে তাকে মেলা টাকার পুরস্কার দেয়া হচ্ছে।
দেশটির কর্তৃপক্ষ সেজন্য একটি হটলাইন চালু করেছে। যেখানে তথ্য দিয়ে ফোন করা যাবে। গোয়েন্দা সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ ৭৩ হাজার ডলার পর্যন্ত পুরস্কার পাওয়া যাবে।
তবে পুরস্কারের মাত্রা নির্ভর করবে ধরিয়ে দেয়া গোয়েন্দা আসলে কত বড় মাপের তার ওপর। কেউ যদি শত্রুতার বসত কারো বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করে তবে তাকে পেতে হবে বড় ধরনের শাস্তিও।
চীনে বিদেশিদের উপর কিছুটা কড়াকড়ি রয়েছে। সম্প্রতি এমন বার্তাও দেয়া হয়েছে যে কোন গুপ্তচরের সাথে এমনকি প্রেমের সম্পর্কে জড়ালে তার জন্যেও বিপদে পড়তে হতে পারে।
বিদেশি গুপ্তচরদের ধরতে দেশের মানুষজনকে সজাগ হওয়ার জন্য একটি ক্যাম্পেইন চালু হয়েছে দেশটিতে।-বিবিসি
এমটিনিউজ২৪ডটকম/এম.জে