সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ০৯:০৯:৩৬

বাংলাদেশে গিয়ে পেট ভরে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো: মমতা

বাংলাদেশে গিয়ে পেট ভরে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো: মমতা

নয়া দিল্লী : “আমাকে হাসিনা দি বললো, ‘তুমি খাইলা না?’ তখন আমি বললাম, ‘আমি যখন বাংলাদেশে যাবো পেট ভরে ভাত আর ইলিশ মাছ খাবো।’ তখন উনি (শেখ হাসিনা) আমায় বললেন, ‘আমি কিন্তু রান্না করবো।’ আমি বললাম, ‘আমিও কিন্তু পাল্টা রান্না করবো।’ হাসিনা দি খুব ভাল রান্না করেন।”

রবিবার ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে দেওয়া রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেওয়ার পর সাংবাদিকদের এভাবেই তার প্রতিক্রিয়া জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মমতার ভাষায়, “আমার সঙ্গে হাসিনার দি’র মজার মজার কথা হয়েছে।”

তিস্তা নিয়ে নিজের অনড় অবস্থানের কথা জানানোর পরও হাসিনা-মমতার ব্যক্তিগত সম্পর্কের রসায়নে কোনও ছেদ পড়েনি বলেই মমতার কথায় আভাস পেয়েছেন সাংবাদিকরা।

রোববার রাতে রাষ্ট্রপতির নৈশভোজ শেষে ফেরার পথে সাংবাদিকদের মমতা আরও বলেন, “খুবই ভাল হয়েছে অনুষ্ঠানটি। বাংলার সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন গান শুনে খুবই ভাল লেগেছে।”

চারদিনের রাষ্ট্রীয় সফরে এই মুহূর্তে দিল্লিতেই আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বিকালে ঢাকার উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করবেন।
১০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে