আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলের শ্রেণিকক্ষে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে অন্তত দুইজন। স্থানীয় পুলিশ প্রধান জ্যারড বার্গুয়ান জানিয়েছেন, হামলাকারীকে হত্যা করা হয়েছে। ফলে এ নিয়ে আর কোনও ভয়ের কারণ নেই।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার পর স্কুলটি খালি করে দিয়েছে কর্তৃপক্ষ।
হামলার শিকার ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টির ওই স্কুলটির নাম নর্থ পার্ক এলিমেন্টারি স্কুল। স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে স্কুলটি একটি ক্লাসরুমে এ হামলা চালানো হয়।
হামলার ঘটনায় দ্রুত শিক্ষার্থীদের সংলগ্ন কাজন উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখান অভিভাবকরা তাদের বাড়ি নিয়ে যান।
টুইটারে দেওয়া এক পোস্টে স্থানীয় পুলিশ প্রধান জ্যারড বার্গুয়ান বলেন, ওই এলাকাটিকে নিরাপদ রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।
ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো’তে অবশ্য বন্দুকধারীর হামলা নতুন নয়। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে সান বার্নার্ডিনো কাউন্টির একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে ঢুকে নির্বিচারে গুলি ছোড়ে কয়েকজন বন্দুকধারী। এতে অন্তত ১৪ জন নিহত হন। গুরুতর আহত হন ২২ জন। - মেইল অনলাইন।
১১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস