মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭, ০৪:৫৮:৩৬

‘গুপ্তচর’কে ফাঁসি: পাকিস্তানকে সতর্ক করল ভারত

‘গুপ্তচর’কে ফাঁসি: পাকিস্তানকে সতর্ক করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: এক কথিত গুপ্তচরকে ফাঁসির আদেশ দেওয়ার প্রেক্ষিতে পাকিস্তানকে আজ সতর্ক করে দিয়েছে ভারত।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পার্লামেন্টে জানিয়েছেন, " আমি পাকিস্তান সরকারকে সতর্ক করে দিয়ে বলতে চাই, এ ব্যাপারে তারা যদি আর এগোয়, তাহলে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে যা প্রভাব পড়বে, সেটা যেন তারা চিন্তা করে।"

পার্লামেন্টের দুটি কক্ষেই আজ কুলভূষণ যাদবের ফাঁসির আদেশ নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনার জবাব দিতে গিয়ে মিসেস স্বরাজ বলেন, মি. যাদবকে বাঁচানোর জন্য ভারতের সরকার সব ধরনের চেষ্টা করবে।
পাকিস্তানের একটি সামরিক আদালত ৪৬ বছর বয়সী ভারতীয় নাগরিক ও অবসরপ্রাপ্ত নৌবাহিনীর অফিসার কুলভূষণ যাদবকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফাঁসির আদেশ দেয় সোমবার।

তাঁকে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং বা 'র'-এর এজেন্ট বলে বর্ণনা করে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে যে বালোচদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মদত দেওয়া ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কাজে ব্যাঘাত ঘটানোর জন্য কাজ করছিলেন মি. যাদব।

এদিকে দিল্লির পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভও হয়েছে আজ।
১১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/ এপি/ডিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে