ফিলিপাইনে দুই চীনা কূটনীতিককে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের সেবু নগরে দুই চীনা কূটনীতিককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবারের ওই হামলায় আরেকজন কূটনীতিক আহত হন।
পুলিশ জানায়, স্থানীয় সময় বেলা দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সেবু নগরের ওই রেস্তোরাঁয় কূটনীতিকেরা খাবার খাচ্ছিলেন। খবর এএফপির।
খবরে জানানো হয়, সেবু নগরের চীনের কনস্যুলেটের ডেপুটি কনসাল ও অর্থবিষয়ক কর্মকর্তা নিহত হয়েছেন। কনসাল জেনারেল আহত হন বলে পুলিশের মুখপাত্র উইলবেন মেয়র জানান।
মেয়র বলেন, এ ঘটনায় দুই চীনা নারীকে আটক করা হয়েছে। তাদের একজনের স্বামী কনস্যুলেটের কূটনীতিক হিসেবে কাজ করেন। আটক অপর নারীও দূতাবাসে কাজ করেন।
এ ব্যাপারে ম্যানিলায় অবস্থিত চীনা দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�