মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭, ০৯:১৫:৫৩

গুজরাট উপকূলে ভেসে উঠলো ৩ পাকিস্তানী কম্যান্ডোর মৃতদেহ

গুজরাট উপকূলে ভেসে উঠলো ৩ পাকিস্তানী কম্যান্ডোর মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক : দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন পাকিস্তানি কম্যান্ডো। ভারতের গুজরাট উপকূলে ভেসে এলো তাদের মৃতদেহ। ভারতের উপকূলরক্ষীদের চেষ্টায় উদ্ধার করা হয়েছে আরও দুই পাক কম্যান্ডোকে।

সোমবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান গুজরাট উপকূলরক্ষী বাহিনীর সেনারা। তাদের তত্‍পরতায় উদ্ধার হন পাকিস্তান নৌসুরক্ষা বাহিনীর দুই কম্যান্ডো। এছাড়া সমুদ্রের জলে আসা তিন পাক কম্যান্ডোর দেহও উদ্ধার করা হয়েছে। তবে খোঁজ মেলেনি দুর্ঘটনা কবলিত দলের আর এক পাক কম্যান্ডোর।

জানা গিয়েছে, সোমবার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে পাক নৌসেনা সুরক্ষা বাহিনীর নৌবহর। জাখাউ বন্দর থেকে ৭০ ন্যটিকাল মাইল দূরে তাদের হাতে বন্দি হয় অন্তত ১২টি ভারতীয় মত্‍স্যজীবীদের ট্রলার। ধৃত ট্রলারগুলিকে করাচি বন্দরে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে পাক নৌবাহিনীর একটি নৌকা। বন্দি ভারতীয় ট্রলারের সঙ্গে সংঘর্ষের ফলে ডুবে যায় পাক নৌবাহিনীর নৌকা। ওই নৌকায় ৬ জন কম্যান্ডো ছিলেন।

উদ্ধার করা কম্যান্ডোদের দেহগুলি পাকিস্তান নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে। পরিবর্তে ধৃত ভারতীয় মত্‍স্যজীবীদের মুক্তি মিলেছে বলে গুজরাট উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর।
১১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে