আন্তর্জাতিক ডেস্ক : অধিকার নিয়েও পাল্লা দিয়ে চলছে প্রতিযোগিতা ৷ রামের পর এবার হনুমান নিয়েও দড়ি টানাটানি বিজেপি-তৃণমূলের মধ্যে। হনুমান জয়ন্তী ঘিরে ফের একবার কাজিয়ায় জড়াল ভারতের দুই রাজনৈতিক দল।
মঙ্গলবার পশ্চিমবঙ্গজুড়ে হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিল করে বিজেপি। সিউড়ি, দুর্গাপুর-সহ অনেক জায়গায় অনুমতি ছাড়াই বের হয় মিছিল। যার জেরে বিজেপির বিরুদ্ধে ফের ধর্মের নামে রাজনীতি করার অভিযোগ তুলে সরব তৃণমূল কংগ্রেস।
প্রথমে ছিলেন রাম। এবার জুড়লেন রামভক্ত হনুমানও। রামনবমীর পর হনুমান জয়ন্তী ঘিরেও মঙ্গলবার রাজ্য জুড়ে মিছিলের আয়োজন করে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের মতো গোড়া হিন্দুত্ববাদী সংগঠন। সিউড়ি, দুর্গাপুরের মতো অনেক জায়গাতেই প্রশাসনের অনুমতি ছাড়া মিছিল করে গেরুয়া বাহিনী।
এই পরিস্থিতিতে বিজেপি ও গেরুয়া শিবিরের বিরুদ্ধে ধর্মীয় তাস খেলার অভিযোগে সরব হয়েছে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস। নিজেদের অবস্থানে অনড় গেরুয়া শিবিরও ৷
মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও, বিজেপির মোকাবিলায় বজরংবলীর আরাধনা করতে দেখা যায় তৃণমূলকেও। এদিন হাওড়ায় হনুমান জয়ন্তীর মিছিলে পা মেলান মমতার মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা।
হুগলির বাঁশবেড়িয়ায় মিছিলে দেখা যায় তৃণমূলের প্রাক্তন পুর-উপপ্রধান অমিত ঘোষকে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিও যেন রাম ও হনুমানকে কেন্দ্র করে নয়া সমীকরণ তৈরি করছে।
১১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এসএস